Ke Jay Song lyrics by Neela Naz | Neela Naz New song lyrics

Ke Jay song is sung by Neela Naz.Ke Jay song lyric written by Marufa Ishaq. Music Compose By Sajjad Kabir.This song starring Neela Naz. Read your favorite song lyrics.



Ke Jay Song lyrics:

Ke Jay lyrics by Neela Naz
Song: Ke Jay (কে যায়)
Singer: Neela Naz
Lyric: Marufa Ishaq
Composer: Sajjad Kabir
Label: Agniveena

কে যায়, কে যায় চলে
দূরে ,দূরে
কে যায়, কে যায় চলে
দূরে ,দূরে

শুন্য আধারের, শুন্য দুয়ারে
শুন্য আধারের, শুন্য দুয়ারে
ভালোবাসা যায় ছুঁয়ে,
ভালোবাসা যায় ছুঁয়ে

কে যায়, কে যায় চলে
দূরে ,দূরে

কে যায়, কে যায় 
দেখেনা সে মোরে
চেয়ে আছি শুধু তার
পথের প্রানে

কে যায়, কে যায় 
দেখেনা সে মোরে
চেয়ে আছি শুধু তার
পথের প্রানে

এ ভরা বাদলে মাতিয়া কি সুখে
এ ভরা বাদলে মাতিয়া কি সুখে
তার ছবি যাই এঁকে
ভালোবাসা যায় ছুঁয়ে


কে যায়, কে যায় চলে
দূরে ,দূরে
বাতাসের বাঁশিতে কি সুর বাজে
চঞ্চলা মন শুধু তারে খোঁজে
বাতাসের বাঁশিতে কি সুর বাজে
চঞ্চলা মন শুধু তারে খোঁজে

এ মায়া পবনে কিসেরও নেশাতে
এ মায়া পবনে কিসেরও নেশাতে
কার সুরে যায় মিশে
ভালোবাসা যায় ছুঁয়ে

কে যায়, কে যায় চলে
দূরে দূরে

Post a Comment

Previous Post Next Post