Eid Ul Adha Bangla Message 2020 | ঈদুল আজহার এস এম এস | Eid ul Azha Bangla SMS 2020 | Eid Mubarak SMS 2020

Eid ul Azha Big festival In  Muslim umma. (*Information from Google) Eid al-Adha 2020 in Bangladesh will begin in the evening and Saturday, August 1 ends in the evening. Eid day all people Wishes Her Friends, Girlfriend, Boyfriend, Wife, Husband And All relative. Everyone wishes through Eid Mubarak SMS. Some Eid Mubarak Bangla SMS In this blog And Eid Mubarak pic.

Eid Ul Adha Bangla Message 2020 | ঈদুল আজহার এস এম এস | Eid ul azha bangla sms 2020 | Eid Mubarak SMS 2020

Eid Ul Adha Sms-ঈদুল আজহার এস এম এস-Eid ul azha bangla sms 2020 :

SMS 1
ঈদের দিনে পায়েস খাব
খাব গরুর গোস্ত
ঘুরতে যাব তোকে নিয়ে
আসিস কিন্তু দোস্ত
ঈদ মোবারক।

SMS 2
ভাবছি একটা কথা বলব
কিভাবে শুরু করি 
ভেবে পাইনা তবুও বলতে হয়
 দোস্ত ঈদের দিনে তোর বাড়িতে
খাব কিন্তু গোস্ত
ঈদ মোবারক

Eid Ul Adha Bangla Message 2020 | ঈদুল আজহার এস এম এস | Eid ul azha bangla sms 2020 | Eid Mubarak SMS 2020

SMS 3

ঈদ মানে খুশী,
গরুর গলায় রশি,
বর্ষার সর্দি কাশি,
আবার সবার মুখে হাসি,
তবুও ঈদ ভালোবাসি,
তাই সবাইকে ঈদ মোবারক
জানিয়ে এবার আমি আসি

SMS 3

শুভেচ্ছা রাশি রাশি
গরু না খাসি? 
টিক্কা না ঝালফ্রাই?
এনটিভি না চ্যানেল-আই?

SMS 4

ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
 তাই তুমি খেয়ো পেট পুরে পোলাও আর খাশি। 
তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
 ঈদ মোবারক


SMS 5

কাল ঈদ উল আযহা
সাজবে তুমি
মেহেদি দিয়ে রাঙ্গাবে তোমার হাত
এই খুশীর সময়টুকু
কাটুক তোমার বারোমাস
ঈদ মোবারাক।


Eid Ul Adha Bangla Message 2020 | ঈদুল আজহার এস এম এস | Eid ul azha bangla sms 2020 | Eid Mubarak SMS 2020

SMS 6

এসেছি আমি দূরের পথিক
করতে তোমায় আমন্ত্রণ,
দেখা গেছে আসমানে চাঁদ
করেছো কি তুমি তা স্মরণ!
খুশির ঈদে এসো তুমি
ঘুরতে আমার বাড়ি,

তোমার জন্য সাজিয়ে দেবো
মাংস পোলাও  রকমারি,
এখন আমার সময় হলো
বন্ধু আমি তাহলে যায়,
কাল অবশ্যই এসো কিন্তু
আমার হৃদয় থাকবে তোমার অপেক্ষায়।
<<<<<Eid Mubarak>>>>

SMS 7

আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে,
ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে।
পোলাও কোরমার সাথে দিব 7 আপ খেতে।
ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে।
ঈদ মোবারক।

SMS 8

ছোটো বড়ো ধনী গরীবের ভেদাভেদ
থাকেনা ঈদের দিনে,
কেউ নয় রাজা কেউ নয় ভিখারী
ভালোবাসা জাগে সকলের প্রাণে।
নামাজের শেষে সব মিলে মিশে
খুশির জোরে বিশ্ব ভুবন যায় ভেসে

SMS 9

রিমঝিম এই বৃষ্টিতে,
ঈদ কাটাবো সৃষ্টিতে।
খুশির হাওয়া লাগলো মনে,
নাচবে খুকি ক্ষণে ক্ষণে।
সাজবে সবায় নতুন পোশাক,
ঈদ যেন সারা জীবন রয়ে যাক।
"ঈদ মোবারক"

SMS 10

তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি
তুমি পাহাড়ের গায়ে ঝরনার পানি,
তুমি বরষার এক পরশ বৃষ্টি,
তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ,
তোমাকে জানাই ঈদ মোবারাক

SMS 11

ঈদ এলো, বৃষ্টি এলো, 
খুশীর দ্বার মুক্ত হলো, 
ঈদের এখন নতুন রূপ, 
বৃষ্টি হলো অপরুপ, 
তুমি আমার আপনজন, 
তাই তোমায় জানাই নিমন্ত্রন ।
 <<ঈদ মোবারাক>>


SMS 12

মেঘলা আকাশ মেঘলা দিন
 ঈদের বাকি ১ দিন,
 কাপড় চোপড় কিনে নিন, 
গরিব দঃখির খবর নিন, 
দাওয়াত রইল ঈদের দিন।

Eid Mubarak SMS for girlfriend in Bangla:


Eid-Mubarak-Hd-Photo-Eid Ul Adha Bangla Message 2020 | ঈদুল আজহার এস এম এস | Eid ul azha bangla sms 2020 | Eid Mubarak SMS 2020

SMS 13

তুমি আমার প্রাণের আঁকা ছবি
অনুভূতির রজাপ্রসাদে ভাবনার এক কবি,
ঈদের দিনে ইচ্ছে করে যাবো দুজনা
দুজন মিলে ঘুরে দেখবো খোদার মদিনা,
দেবো মোনাজাত করবো ফরিয়াদ
দোয়া করে খোদা পূরণ করো মনের বাসনা।
<<<<<Eid Mubarak>>>>

SMS 14

ঈদের দাওয়াত দিলাম বন্ধু তোমারে,
 আসবে আমার বাড়িতে ,
 অনেক কথা জমে আছে বলে ,
 বলবো তোমায় আমি, 
না আসলে তোমার সাথে
 বলবো না আর কথা, 
কোন দিন পাবে না তুমি আমার দেখা ।

SMS 15

ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
 বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি। 
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে, 
আজ এই ঈদের দিনে তোকে আমার পরছে খুব মনে।                 
“ঈদ মোবারক”


SMS 16

ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম।

SMS 17

ঈদের দিনে আসবে বন্ধু
আমার ছোট্ট ঘরে
সম্বল যা আছে আমার
দেব আদর করে
ঈদ মোবারক

SMS 18

ঈদ মানে হাসি
ঈদ মানে খুশি
ঈদ মানে বন্ধু তোকে
অনেক ভালবাসি
ঈদ মোবারক

SMS 19

বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে,
“ঈদ মোবারক”



SMS 20

সাদা গোলাপ সবুজ পাতা, তোমাকে জানাই ঈদের কথা।
আসবে আমার বাড়িতে, বসতে দিব পিড়িতে।
খাবে কিন্তু অল্প, করবো অনেক গল্প।
ঈদ মোবারক।

SMS 21

নাচো সবাই তালে তালে গাও খুশির গীত
বছর ঘুরে আবারও চলে এলো মহান ঈদ
মনের মাঝে ঢোলক বাজে চোখেতে ঝলক
সবার আগে জানাই তোমায় ঈদ মোবারাক

SMS 22

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে

SMS 23


ঈদে সারাদিন ছিলাম বিজি
এখন আমি ইজি
এড্রেস দাও তাড়াতাড়ি
কালকে যাবো তোমার বাড়ি


SMS 25

Rekecho ki chander khobor,
Kaal naki Eid Ul Adha,
Sajhbe tumi,
Sajhbe shobay,
Sajhbe tomar barii,
Dorjha tuku khola reko,
Aami o aste pari.
Eid Mubarak!!!


Many people search :-Eid Pic, Eid Mubarak Pic, Eid Wishes, Eid Mubarak Wishes, Eid Sms, Eid 2020, Eid Mubarak pic, Eid Mubarak2020, Eid Ul Adha pic 2020, Eid Sms 2020, Eid-Mubarak-2020-pic, Eid Mubarak 2020 pic, bangla sad eid mubarak sms, eid mubarak bangla font,eid er dawat sms bangla,eid sms for wife,ঈদুল আজহার এস এম এস, প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের সেরা মেসেজ, ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস,ঈদের ফানি মেসেজ,প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা 2020, প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস, ঈদের শুভেচ্ছা বাণী, ঈদের শুভেচ্ছা পোস্ট, ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা , ঈদের শুভেচ্ছা ব্যানার, ঈদ মোবারক স্ট্যাটাস, ঈদের সুন্দর ছবি,ঈদুল আযহার শুভেচ্ছা ব্যানার,ঈদুল আযহা 2020,ঈদুল আযহার শুভেচ্ছা মেসেজ,প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা,ঈদ মোবারক শুভেচ্ছা ব্যানার,ঈদুল আজহার পিক,ঈদ মোবারক ঈদুল আজহা,ঈদ উল আযহা ২০২০ ব্যানার,ঈদুল আযহার শুভেচ্ছা বাণী,ঈদুল আজহা পিক,ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা

1 Comments

Post a Comment

Previous Post Next Post