Tui Boro Beiman Re Bondhu Bangla lyrics By Samz Vai | তুই বড় বেইমান রে বন্ধু

Tui Boro Beiman Re Bondhu bangla lyrics By Samz Vai | তুই বড় বেইমান রে বন্ধু


Tui Boro Beiman Re Bondhu song is sung by Samz Vai. This song lyrics written by Samz Vai.Tui Boro Beiman song composed by Ankur Mahamud. Tui Boro Beiman song Starring Lamima Lam, Mahin, Sayeem.So viewers Listen to your favorite song and read lyrics.

Tui Boro Beiman Re Bondhu Lyrics:

Song: Tui Boro Beiman Re Bondhu (তুই বড় বেইমান রে বন্ধু)
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Guitar: Shihab Rayhan
Music: Ankur Mahamud
Starring: Mahin, Lamima Lam, Sayeem

Tui Boro Beiman Re Bondhu Lyrics:


আমার সাধের রঙিন স্বপ্নো গুলা
কাইড়া নিলো কে,
আমারে ভুইলা গিয়া ভালোই আছে সে।
আমার অগোছালো জীবনটা গুছায় দিবো কে
হারানো সব ভালোবাসা দে ফিরাইয়া দে,
ভুইলা গেলি আমারে তুই নতুন কোনো টানে
কষ্ট গুলা উড়ায় দিলাম কইয়া গানে গানে।

তুই বড় বেইমান রে, বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান
তুই বড় বেইমান রে, বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।

ও.... কাটছে সময় ব্যস্ত সুখেমগ্ন নতুন মায়ায়,
দিন কাটে তোর কার ভাবনায়চলিস কার ইশারায় ?
যায়না ভোলা কোনো স্মৃতিকেমনে পারলি তুই?
এখন মনের দুঃখ, মনের কথাকরে আমি কোই ?

যদি পারিস থাকিতে তুই আমাকে ভুলে
আমি শুকনো পাতার মতো ঝরবো তাহলে।

তুই বড় বেঈমান রে, বন্ধু তুই বড় বেঈমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান
তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।


তোর আশায় আশায় দিন গেলো ফুরিয়া
কি পেলাম তোরে ভালবাসিয়া,
আমার এ মন জানে
কতটা গেঁথে আছিস হৃদয়টা জুড়ে।
ভালোবেসে তোরে
অবশেষে রইলাম আমি একা ঘরে
দিন কাটেনা রাত নির্ঘুম তোর ভাবনায়
সময় আমার ফুরায় গেলো তোর আশায় আশায় রে
সময় আমার ফুরায় গেলো তোর আশায় আশায়।

তুই বড় বেইমান রে, বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো-প্রান,
তুই বড় বেইমান রে, বন্ধু তুই বড় বেইমান
ভুল বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান

তুই বড় বেইমান রে, বন্ধু তুই বড় বেইমান
না বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো-প্রান,
তুই বড় বেইমান রে, বন্ধু তুই বড় বেইমান
ভুল বুঝিয়া তোর প্রেমেতে দিলাম মনো প্রান।


Post a Comment

Previous Post Next Post