Dube dube Valobashi lyrics By Tanjib Sarowar | ডুবে ডুবে ভালোবাসি লিরিক্স

Dube Dube song is sung by Tanjib Sarowar. Dube Dube song lyrics were written by Tanjib Sarowar and music composed Sajid Sarkar. This song Starring Tanjib Sarowar, Samonty Shoumi, Sourav Abhi, Mukta, Mukul Zamil.viewers Read your favorite song lyric.

Dube Dube (ডুবে ডুবে) Song Bangla Lyrics By Tanjib Sarowar

Dube Dube (ডুবে ডুবে) Song Lyrics:

Song: Dube Dube 
Lyric, Tune & Voice: Tanjib Sarowar
Music: Sajid Sarkar 
Cast: Tanjib Sarowar, Samonty Shoumi, Sourav Abhi, Mukta, Mukul Zamil
Label: Dhruba Music Station


তুমি না ডাকলে আসবো না
কাছে না এসে ভালোবাসবো না,
দুরত্ব কি ভালোবাসা বাড়ায়?
নাকি চলে যাওয়ার বাহানা বানায়?

দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।

এটাকি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে
চাইলে ভেঙে দেবে গড়ে দেবে ইচ্ছে হলে,
আমি গোপনে ভালোবেসেছি
বাড়ি ফেরা পিছিয়েছি
তোমায় নিয়ে যাবো বলে
একবার এসে দেখো
এসে বুকে মাথা রেখো
বলে দেবো চুলে রেখে হাত।

দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরোনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।

ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায়
শেষ ছবিটা দেখি বারে বারে আহা দেখি
আমি গোপনে ভালোবেসেছি
বাড়ি ফেরা পিছিয়েছি
তোমায় নিয়ে যাবো বলে,
একবার এসে দেখো
এসে বুকে মাথা রেখো
বলে দেবো চুলে রেখে হাত।

দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।

ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি,
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি।

Dube Dube Song English Font Lyrics:

Tumi Na daklee asbo na
Kache na esee valobashbo na,
Durotto ki bhalobasa barai?
Naki chole jawaar bahana banai?

Durer akash nil theke lal
Golpote purono,
Dube dube valobashi
Tumi na basleo ami bashi,
Dube dube valobashi
Tumi na basleo ami bashi.

Ataki chele khela amar sopno nie
Chaile venge debe gore debe esche hole,
Ami gopone valobesechi
Bari fera pichiyechi
Tomay niye jabo bole
Akbar ese dekho
Ase buke matha rekho
Bole debo chule rekhe hat.

Durer akash nil theke lal
Golpote purono,
Dube dube valobashi
Tumi na basleo ami bashi,
Dube dube valobashi
Tumi na basleo ami bashi.

Vor Na Hote Hote Tomakei Dekhar Ashay
Sesh chobite dekhi bare bare aha dekhi,
Ami gopone valobesechi
Bari fera pichiyechi
Tomay niye jabo bole
Akbar ese dekho
Ase buke matha rekho
Bole debo chule rekhe hat.

Durer akash nil theke lal
Golpote purono
Dube dube valobashi
Tumi na basleo ami bashi
Dube dube valobashi
Tumi na basleo ami bashi.

Dube dube valobashi
Tumi na basleo ami bashi
Dube dube valobashi
Tumi na basleo ami bashi.




Post a Comment

Previous Post Next Post