Baba(বাবা) Rap song lyrics GR Tanmoy | Bangla Rap Song

Baba Rap song is sung by GR Tanmoy. Baba Rap song lyric written by and music composed by  GR Tanmoy. Read your favorite song lyrics.
 


Baba Rap song lyrics :

Artist: GR Tanmoy
Music Producer - GR Tanmoy
Mixing & Mastering - GR Tanmoy

ছিলাম তখন ভালো যখন হইলো আমার জন্ম
মাথায় বুদ্ধি ছিলো কম আর মস্তিষ্ক টা বন্ধ
আস্তে আস্তে হইলাম বড় বাবা চিনায় দিলো জগত
আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইতো নগদ
বাবার দেওয়া শিক্ষা গুলা আজো আমার চোখে ভাসে
বাবা বইলা ডাক টা আজো আমার কানে বাজে
আজ কেউ করে না শাসন আর নাইতো মনে ভয়
বাবা চইলা গেছে আমার এইডা কেমনে প্রানে সয়
ছেলের মাথা রাইখা বুকে রাত দিন বাবা বইলা ডাকতো
সারা জীবন তার বুকে পরিবার টা আগলে রাখতো
বাবা কষ্টের মাঝেও করতো ভালো থাকার অভিনয় 
আর কেউ না দেখলেও বাবা আমি তোমার তন্ময়
বাবা এইটা তোমার ছেলে একদিন ছিলো তোমার কোলে
আজ তোমার স্মৃতি ভাইবা দুই চোখ ভেজায় শুধু জলে
হাজার ভিরেও শূন্যতা আর ডাকতে পারি না বাবা
আল্লাহর কাছে দোয়া করি তুমি বেহেশত টাই পাবা

অচীন দেশে গেছে বাবা আমার আর আসবো না ফিরা
আর কেউ দেখবো না সপ্ন এই আমারে ঘিরা
বাবার সপ্ন হয় নাই পুরন কষ্ট নিয়াই চইলা গেছে
আত্মা ছাড়া দেহো সামনে আমার বাবা অচীন দেশে 
রক্তের টানে আমার চোখে আর থামতে চায়না পানি
আল্লাহ নিয়া গেছে কোনোদিনো ফিরবো না জানি
মাথায় আকাশ ভাংগা পরলো আমি হইলাম আত্তহারা
বাবা নাই জগতে তুমি কেমনে বাচমু তোমারে ছাড়া
চোখে শুখায় গেছে পানি কিন্তু মনডাও যে অবাধ্য
আল্লাহ'র দেওয়া নিয়ম কানুন আমি মানতে হইছি বাধ্য
তবু বিশ্বাস হয়না আমার স্মৃতি ঘুরে আমার পিছে
হাজার মানুষের শান্তনা আমি খুইজা পাইনা কিজে
ছোটো বেলায় আংগুল ধইরা যে শিখাইছিলো হাটা
এখন আত্মা ছারা দেহো কাফন পইরা আছে সাদা
সাদা কাফনে পেচানো বাবা শেষ বারের সেই দেখা
লাশটা দুই হাতে নামাইয়া কবর পারেই হইলাম একা।

তোমার অবাধ্য এই ছেলে শুইনা চলব তোমার কথা
তুমি চইলা গেলা ঠিকি আমায় রাইখা কেন অযথা 
আমার জগত হইছে কষ্টের মাথার উপরে নাইকা হাত
তুমি ছাড়া কত কষ্টের জীবন ভাইবা কাটে রাত
বাবা কানে ধরছি আমি তোমার সাথে নিয়া চলো
আমায় রাইখা গেলা কেনো একবার এই কথা টা বলো
আজ কত গুলা দিন বাবা বইলা হয়না ডাকা 
কি দরকার ছিলো আমারে তোমার থেইকা দূরে রাখা?
আত্যবিশ্বাষ তুমি বাবা তুমিই তো নাই
এখন জীবন চলার পথে প্রতিদিনই হচোট খাই
তুমি অনেক দূরে ভাইবা চোখে পানি আসলেও লুকাই
মা এর মুখে হাসি দেখতে আমি নিজেরেই তো বুঝাই
আর বাবা কি জিনিস বাবা না থাকলে যায় বুঝা
তখন ভুল শুধরানোর জন্য বাবা রে এই দিক ওইদিক খোজা।
এখন কেউ বলে না সোনা মানিক আমার বুকে আয় তো
আমারে বলবই বা কেরা আমারে বলার মানুষ নাই তো।


Post a Comment

Previous Post Next Post