Amr sonar Bangla (আমার সোনার বাংলা) Jatio Songit

Bangladesh National song Written Rabindranath Tagore



 আমার সোনার বাংলা, 

আমি তোমায় ভালোবাসি।

চিরদিন তোমার আকাশ, 

চিরদিন তোমার আকাশ, 

তোমার বাতাস আমার প্রাণে

ও মা,আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা

আমি তোমায় ভালোবাসি।


ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,

মরি হায়, হায় রে

ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,


ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে কী দেখেছি 

আমি কী দেখেছি মধুর হাসি

সোনার বাংলা, 

আমি তোমায় ভালোবাসি।


কী শোভা, কী ছায়া গো, 

কী স্নেহ, কী মায়া গো

কী আঁচল বিছায়েছ বটের মূলে, 

নদীর কূলে কূলে।


কী শোভা, কী ছায়া গো, 

কী স্নেহ, কী মায়া গো

কী আঁচল বিছায়েছ বটের মূলে, 

নদীর কূলে কূলে।


মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,

মরি হায়, হায় রে

মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,


মা, তোর বদনখানি মলিন হলে,

আমি নয়ন

 ও মা, আমি নয়নজলে ভাসি

সোনার বাংলা, 

আমি তোমায় ভালোবাসি।


Post a Comment

Previous Post Next Post