Tumi Bhule Gecho Amake Lyrics (তুমি ভুলে গেছো আমাকে) By Samz Vai
Tumi Bhule Gecho Amake song sung by Samz vai, Tumi Bhule Gecho Amake song lyrics written & Tune Samz Vai. This song form Valobasha Mitthe Natok. Tumi Bhule Gecho Amake music composed by Tanzil Hasan. So Enjoy Tumi Bhule Gecho Amake song lyrics.
Tumi Bhule Gecho Amake Lyrics
Bangla Gaan: Tumi Bhule Gecho Amake (তুমি ভুলে গেছো আমাকে)
Singer : Samz Vai
Lyrics & Tune : Samz Vai
Flute: Munshi Jewel
Music: Tanzil Hasan
ওহোহোহোহোহো,আআআআহাহা
আমার গল্প এখন তুমি
শোনাও বলো কাকে?
আমিও তো হারায় যাবো
নতুন কোনো ডাকে,
নাইবা আমার খবর নিলে
ব্যস্ত তোমার জিবন
আমিও তো হারায় যাবো
নতুন কোনো গানে।
তুমি ভুলে গেছো আমাকে
আমি ভুলিনি আজও তোমাকে,
মনে কি আছে তোমারও
কথা দিয়েছিলে যাবে না দূরে।
ওহোহোহোহোহো,আআআআহাহা
চাইলে তুমি আমায় ভালোবাসিতে
আবার চাইলে কেন অবহেলায় জড়াতে,
এ কেমন মায়া আমি ভুলিতে পারিনা
ভালোবাসা কোনো বাধা মানেনা।
তুমি ভুলে গেছো আমাকে
আমি ভুলিনি আজও তোমাকে,
মনে কি আছে তোমারও
কথা দিয়েছিলে যাবেনা দূরে।
কিছু অভিমান আর কিছু পিছুটান
এই নিয়ে গল্পটা হয়ে যাবে শেষ,
তুমি চলে গেলে ঠিকই তোমার মতো
কেন মুছে যাওনি মায়া রেস।
তুমি ভুলে গেছো আমাকে
আমি ভুলিনি আজও তোমাকে,
মনে কি আছে তোমারও
কথা দিয়েছিলে যাবেনা দূরে।
ওহোহোহোহোহো,আআআআহাহা
Post a Comment