Sushant Singh Rajput Suicide 14/6/2020 

Sushant Singh Rajput Suicide 14/6/2020

Sushant Singh Rajput Suicide 14/6/2020 


Actor Sushant Singh Rajput was found dead in his house in Mumbai Bandra his representative and Mumbai Police said on Sunday. Sushant Singh Rajput actor was found dead at his sixth-floor apartment in Bandra (West). While the police have confirmed that he has died by suicide, no (note) was found from his residence. Sushant Singh Rajput has committed suicide, Mumbai Police is investigating, DCP Pranay Ashok, spokesperson Mumbai Police said.

We mourn, we seek the forgiveness of the soul of his soul.

অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, তার প্রতিনিধি এবং মুম্বই পুলিশ রবিবার জানিয়েছে। অভিনেতাকে তার বান্দ্রার (পশ্চিম) ষষ্ঠ তলার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। পুলিশ আত্মহত্যা করে মারা গেছে বলে নিশ্চিত করেছে, তবে তার বাসা থেকে কোনও (নোট) পাওয়া যায়নি। "সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন, মুম্বাই পুলিশ তদন্ত করছে," মুম্বাই পুলিশের মুখপাত্র, ডিসিপি প্রণয় অশোক জানিয়েছেন।

 আমরা শোকাহত এবং মর্মাহত আমরা তার আত্মার রুহের মাগফিরাত কামনা করি

Post a Comment

Previous Post Next Post