Naa (না) song lyrics by Imran Mahmudul | না গানের লিরিক্স ইমরান মাহমুদুল

Na song is sung by Imran Mahmudul . Na song lyrics were written by Mehedi hasan Limon. Na song Music Programming Tonmay Mahabubul.I hope you like   Na song lyrics .

Naa (না) song lyrics by Imran Mahmudul | না গানের লিরিক্স ইমরান মাহমুদুল,Na song lyrics ,imran new song lyrics,Naa  song lyrics by Imran Mahmudul, na tomay valobasina

Na song Lyrics :

Song name: Naa
Singer : Imran mahmudul
Lyrics: Mehedi hasan Limon
Tune: Imran mahmudul
Music Programming: Tonmay Mahabubul

Na song Lyrics :

যদি বলতে পারো আমায় তুমি
কেন আমার হলে না?
তবে আমি তোমার কাছে
আর কোনো প্রশ্ন রাখবো না।

যদি বলতে পারো কথা দিয়ে
কেন কথা রাখলে না?
জানি আমি তুমি কোনো
উত্তর দিতে পারবে না ....

না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না,

না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না,
তুমি আমার জন্য না।।

একলা বিকেল, ধূসর স্মৃতি
কাটে কেমন কেউ জানে না,
নেই কত রাত, হাতে রাখা হাত
চাপা ব্যথা কেউ দেখে না।

যদি বলতে পারো আমায় তুমি
কেন ভালোবাসলে না?
তবে আমি তোমার কাছে
আর কোনো প্রশ্ন রাখব না...


না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না,

না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না
তুমি আমার জন্য না।।

ভাবছো হয়তো তুমি এখনো
তোমায় ছাড়া চলতে পারি না,
ভুলে গেছি তোমায় আমি
একটুও আর মনে পড়ে না।

যদি বলতে পারো কথা দিয়ে
কেন কথা রাখলে না?
জানি আমি তুমি কোনো
উত্তর দিতে পারবে না।

না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না,

না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না
তুমি আমার জন্য না।

না, তোমায় ভালোবাসি না
তোমায় ভালোবাসি না,
তোমায় ভালোবাসি না
তুমি আমার জন্য না।।

Na song Lyrics Bangla:

Jodi Bolte Paro Amay tumi
Keno Amar hole Na?
Tobe Ami Tomar Kache
Aar Kono Proshno Rakhbo Na

Jodi Bolte Paro Kotha Diye
Keno Kotha Rakhle Na
Jani Ami tumi Kono
Uttor Dite Parbena?

Na Tomay bhalobashi na
Tomay Valobashi naa

Na Tomay bhalobashi na
Tomay Valobashi naa

Na Tomay bhalobashi na
Tomay valobashi naa
Tumi Amar Jonno Na



Post a Comment

Previous Post Next Post