Obohela song lyrics samz vai | অবহেলা লিরিক্স 



Obohela song lyrics samz vai | অবহেলা লিরিক্স
Obohela song lyrics samz vai | অবহেলা লিরিক্স



Song: Obohela
Singer: Samz Vai
Lyrics&Tune: Samz Vai

আমার সপনে আমার লেখা গানে 
তুমি শুধু সেই মেয়ে
কোথায় হারালে আমাকে ছেড়ে
বলোনা কোন সে দুরে
আমারো একা থাকা আর ভালো লাগে না
কি করি তুমায় ছাড়া আমি কিছুই বুজিনা

কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা
ভালোবাসার বদলে শুধু 
করেছো অবহেলা

কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা
ভালোবাসার বদলে শুধু 
করেছো অবহেলা......

আর কত রাত এভাবে থাকবো
তুমি হিনা আর কতো রাত কাটাবো
জান না তুমি কেন বুঝনা
কতটা বেসেছি ভালো 

কি ভুলে তুমি গেছো চলে
সব কিছু এলমেলো
আহারে জিবন তুমিহিনা 
কাটেনা এই আমার
তুমারি মাঝে আমি দেখেছি
কতো সপনো হাজার

কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা
ভালোবাসার বদলে শুধু 
করেছো অবহেলা ....


কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা
ভালোবাসার বদলে শুধু 
করেছো অবহেলা...

কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা
ভালোবাসার বদলে শুধু 
করেছো অবহেলা...

কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা
ভালোবাসার বদলে শুধু 
করেছো অবহেলা........................

Post a Comment

Previous Post Next Post