Ekdin Porabe Amar Ovab song lyrics একদিন পোড়াবে আমার অভাব
Ekdin porabe amar ovab this song sung by Sadat Hossain. Starring Bangladeshi most popular YouTuber Tawhid Afridi And Payel. Ekdin porabe amar ovab song lyrics written by Sadat Hossain.
 |
Ekdin Porabe Amar Ovab song lyrics একদিন পোড়াবে আমার অভাব |
Song: Ekdin Porabe Amar Ovab
Vocal, Tune & Lyrics: Sadat Hossain
Music: PB Rudro
Guitar: Shuvo Ds
Esraj: Amit Biswas
DOP, Edit & Color: Farhan Ahmed Rafat
Directed By: Manju Ahmed
Label: G-Series
Ekdin Porabe Amar Ovab song lyrics
হৃদয়ও মাঝারে পুষলাম কত আদরে,
হৃদয়ও মাঝারে পুষলাম কত আদরে
তুমি বন্ধু আপন চিনলা না,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
তুমি বন্ধু ধরবে পর মানুষের হাত
আমার বুকে আসবে আমাবস্যা রাত,
তুমি বন্ধু ধরবে পর মানুষের হাত
আমার বুকে আসবে আমাবস্যা রাত,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
অভাগার মন নিয়ে করোনা ছলনা
মন সে তো নয়রে তোমার হাতের খেলনা,
অভাগার মন নিয়ে করোনা ছলনা
মন সে তো নয়রে তোমার হাতের খেলনা,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
হৃদয়ও মাঝারে পুষলাম কত আদরে...
হৃদয় মাঝারে পুষলাম কত আদরে...
তুমি বন্ধু আপন চিনলা না,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব,
এ পাগলের ভালোবাসার স্বভাব
একদিন পোড়াবে আমার অভাব।
Post a Comment